• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৭:৫২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১, ২০২২, ০৭:৫২ পিএম

আমাকে সহজ সহজ প্রশ্ন করুন

আমাকে সহজ সহজ প্রশ্ন করুন

দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি’র লোগো উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নাজিফা তুষি। অনুষ্ঠানে হকি নিয়ে প্রশ্ন করা হয় ‌‘হাওয়া’ ছবির অভিনেত্রীকে। 

প্রশ্নের উত্তরে তুষি বলেন, হকি নিয়ে আমার কোন আইডিয়া নেই। আমি খেলাধুলার মানুষ না। আর আমাকে সহজ সহজ প্রশ্ন করুন, আমি তো পরীক্ষা দিতে আসিনি ভাই।

নাজিফা তুষি বলেন, আমার কাজের জায়গাটা ভিন্ন। তবে হ্যাঁ, আমরা যে কোনো খেলা ভালো লাগে। যতটুকু সম্ভব হয় আমি খেলা দেখি। হকি ভালো লাগে। তবে আমাদের দেশে তো ক্রিকেটের মতো হকি নিয়ে তেমন চর্চা হয় না। এবার যে উদ্যোগ নিয়েছে সেটি হকির জন্য ভালো। আমি চাই বাংলাদেশের হকি দল বিশ্বকাপ জিতুক। এটিই প্রত্যাশা। কারণ আমাদের দেশের মানুষ অনেক স্ট্রং। খেলাধুলার বিষয়ে তারা খুবই অ্যানার্জেটিক হয়। তাই হকি কেন পিছিয়ে থাকবে।