• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ১২:১৪ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০২৩, ১২:১৪ এএম

‘মেয়ের বুকে কান পেতে শুনতাম বেঁচে আছে কিনা’

‘মেয়ের বুকে কান পেতে শুনতাম বেঁচে আছে কিনা’
ছবি ● সংগৃহীত

গত বছর জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে সন্তান সুখ পান নিক জোনাস এবং প্রিয়াঙ্কা। তবে জন্মের পর নিজের মেয়েকে সকলের আড়ালেই রেখেছিলেন ‘দেশি গার্ল’। এই তারকা জুটি তাদের সন্তানের নাম পর্যন্ত প্রকাশ্যে আনছিলেন না তার জন্মের পর। মালতির জন্মের প্রায় এক বছর পর একটি ইভেন্টে শিশুটির মুখ দেখান তারা।

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস সময়ের আগেই জন্মেছিল। প্রিম্যাচিওর হওয়ার জন্য নাকি নানা সমস্যা দেখা দিয়েছিল ওই সময়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা সেই সাক্ষাৎকারে বলেন, তার জীবনের সব চেয়ে কঠিন সময়টা তখন ছিল যখন তিনি তার মেয়েকে প্রায় হারিয়ে ফেলছিলেন।

তিনি আরও বলেন, আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম যে ভয় পাওয়ার বা দুর্বল হওয়ার মতো সময় আমার নেই কারণ। আমাকে মা হিসেবে শক্তিশালী হয়ে উঠতে হয়েছিল। আমি তাকে প্রতিটি মুহূর্তে অনুভব করাতে চেয়েছিলাম যে সে একা নয়, আমরা তার পাশে আছি। খবর জি নিউজ।

জাগরণ/বিদেশিবিনোদন/বলিউড/এসএসকে