• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
প্রকাশিত: মে ২৯, ২০২৩, ১২:৫২ এএম
সর্বশেষ আপডেট : মে ২৯, ২০২৩, ১২:৫২ এএম

‘আইফা ২০২৩’ জিতলেন যারা

‘আইফা ২০২৩’ জিতলেন যারা
ছবি ● সংগৃহীত

ভারতের সিনে জগতের সবচেয়ে আকর্ষনীয় ও গ্ল্যামারাস আয়োজন ‘আইফা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হলো দুবাইয়ে। শনিবার (২৭ মে) সেরাদের হাতে উঠলো আইফা সেরার পুরস্কার। প্রতিবছর এই তারকাখচিত অনুষ্ঠান নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহল থাকে তুঙ্গে। এবছরও ছিল অনেক প্রত্যাশা।

কার হাতে উঠতে যাচ্ছে সেরার পুরস্কার, সেই অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আইফা ২০২৩ এর মঞ্চ কাঁপলো সেরাদের ভিড়ে। 

এ বছর অন্যান্য পুরস্কারের মতো আইফাতেও নিজের আধিপত্য বজায় রেখেছে আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি।’ সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করে নেন আলিয়া ভাট।

অপরদিকে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে হৃতিক রোশনের হাতে। ‘বিক্রম ভেদা’য় দুর্দান্ত অভিনয়ের সুবাদে হৃতিক পেলেন এই পুরস্কার। সেরা পরিচালকের পুরস্কার উঠেছে আর মাধবনের হাতে। ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমার জন্য এই পুরস্কার ঘরে তোলেন মাধবন।

এছাড়াও সেরা চলচ্চিত্রের পুরস্কার লুফে নিয়েছে অজয় দেবগনের ‘দৃশ্যম ২’।

একনজরে দেখে নিন পুরস্কারজয়ী সেরাদের তালিকা 

সেরা চলচ্চিত্র : ‘দৃশ্যম ২’

সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট)

প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

প্রধান চরিত্রে সেরা অভিনেতা: হৃতিক রোশন (বিক্রম ভেদা)

পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: মৌনি রায় (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: অনিল কাপুর (জুগ জুগ জিও)

1

সিনেমা জগতে ফ্যাশনের জন্য অসামান্য অবদান: মনীশ মালহোত্রা

ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্ব: কমল হাসান

সেরা মৌলিক গল্প: পারভেজ শেখ এবং জসমিত রিন (ডার্লিংস)

আঞ্চলিক সেরা সিনেমা: রীতেশ দেশমুখ পরিচালিত মারাঠি চলচ্চিত্র ‘বেদ’

সেরা নবাগত অভিনেতা: শান্তনু মাহেশ্বরী (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি), বাবিল খান (কালা)

সেরা নবাগতা অভিনেত্রী: খুশালী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)

সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা- রাসিয়া)

সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা- কেশরিয়া)

সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা- কেশরিয়া)

সেরা সিনেমাটোগ্রাফি: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

1

সেরা চিত্রনাট্য: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

সেরা সংলাপ: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

সেরা কোরিওগ্রাফি: ‘ভুল ভুলাইয়া ২’

সেরা সাউন্ড ডিজাইন: ‘ভুল ভুলাইয়া ২’

সেরা সম্পাদনা: ‘দৃশ্যম ২’

সেরা স্পেশ্যাল এফেক্ট (ভিজ্যুয়াল): ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা

সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক: বিক্রম ভেদা

সেরা সাউন্ড মিক্সিং: মনিকা ও মাই ডার্লিং। আইফা ও হিন্দুস্তান টাইমস।

জাগরণ/বিদেশিবিনোদন/এসএসকে