ঢাকায় আসছেন ইরানির প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা নির্মাতা মাজিদ মাজিদি।
আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন তিনি। এই তথ্য জানিয়েছেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামিল। আয়োজনের ফেসবুক পেজে এ বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে।
বাংলাদেশসহ বিশ্বব্যাপী ভীষণ আলোচিত ‘চিলড্রেন অব হেভেন’ চলচ্চিত্রটি। যার নির্মাতা মাজিদি। তার সমাদৃত ছবির মধ্যে আছে—বারান, দ্য ফাদার, সং অব স্পেরো, দ্য উইলো ট্রি এবং দ্য মেসেঞ্জার অব গড।
উৎসব কর্তৃপক্ষ জানায়, ২২ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর চলবে ২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৪। ‘ভালো ছবি, ভালো দর্শক, ভালো সমাজ’ স্লোগানে এবারের আয়োজনটি চলবে।এবার ২৫০টি সিনেমা দেখানো হবে। অংশ নেবে প্রায় ৭৫টি দেশ। উৎসবে প্রতিযোগিতা করবে ‘এশিয়ান সিনেমা সেকশন’, ‘রেট্রোসপেকটিভ,’ ‘ট্রিবিউট’, ‘ওয়াইড অ্যাঙ্গেল,’ ‘বাংলাদেশ প্যানারোমা সেকশন,’ ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশন,’ ‘চিলড্রেন ফিল্মস সেকশন,’ ‘ওমেন ফিল্মমেকার্স সেকশন,’ ‘শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস সেকশন’ এবং ‘স্পিরিচুয়াল ফিল্মস সেকশন।’
জাগরণ/২২তমঢাকাআন্তর্জাতিকচলচ্চিত্রউৎসব/এসএসকে