• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ১২:১৪ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১০, ২০২৩, ১২:১৪ এএম

আয়ে টেলর সুইফটের নতুন রেকর্ড

আয়ে টেলর সুইফটের নতুন রেকর্ড

টেলর সুইফটের কন্সার্ট ট্যুর বিশ্বজুড়ে আলোড়ন ঘটিয়ে চলেছে। এরই মধ্যে অনেক টিকেট সাইট ক্র্যাশ করেছে এবং হোটেলগুলোতে নেই কোনো অবশিষ্ট সিট।

ট্রেড পাবলিকেশন পোলস্টার জানায়, ইরাস ট্যুর তার প্রথম ৬০টি শোজুড়ে প্রায় এক দশমিক চার বিলিয়ন ডলার আয় করেছে। পোলস্টারের মতে এটি একটি নতুন রেকর্ড।

পোলস্টার জানায় সামগ্রিকভাবে, শীর্ষ ১০০টি গ্লোবাল ট্যুর এই বছর মোট ৯ বিলিয়নের বেশি এনেছে। যা ২০২২ থেকে ৪৬% বেশি।গায়ক বিয়ন্স ও রক মিউজিশিয়ান ব্রুস স্প্রিংস্টিন বছরের সেরা তিনটি কনসার্টের তালিকা তৈরি করেছেন। তবে সুইফটের সফরটি অন্য সবার থেকে বেশি আয় করেছে।

ইরাস ট্যুরের জন্য, সুইফট চার দশমিক দুই মিলিয়নেরও বেশি টিকিট বিক্রি করেছে। প্রতি টিকিটের গড় প্রায় দুইশ ৪৯ ডলার।

মার্চ মাসে অ্যারিজোনায় শুরু হয়ে সুইফটের কনসার্ট ট্যুরটি এখনও বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে। পোলস্টারের মতে সফরটি শেষ পর্যন্ত দুই দশমিক ১৬ বিলিয়নের বেশি আয় করতে পারে।

জাগরণ/বিদেশিবিনোদন/বিশ্বসঙ্গীত/এসএসকে