• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ২৪, ২০২১, ০২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৪, ২০২১, ০২:১৫ পিএম

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এখন উড়িষ্যার দিকে যাচ্ছে : ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এখন উড়িষ্যার দিকে যাচ্ছে : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এখন উড়িষ্যার দিকে যাচ্ছে, তাই আপাতত সংকেত বাড়ানোর প্রয়োজন নেই।

সোমবার (২৪ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

ডা. এনামুর রহমান বলেন, “নিম্নচাপটি সকাল ৬টায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি এখনও অতটা শক্তিশালী হতে পারেনি। উড়িষ্যা উপকূল থেকে ৫০০ কিলোমিটার এবং বাংলাদেশের উপকূল থেকে ৬০৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। যদি এই গতিপথ একই রকম থাকে, তবে বাংলাদেশে উপকূলে ক্ষতির কোনো প্রভাব হবে না বলে আমরা আশা করছি।”

ত্রাণ প্রতিমন্ত্রী আরো বলেন, “ঘূর্ণিঝড়ের প্রকোপ সেইভাবে বাংলাদেশের ওপর আঘাত হানবে না। বাংলাদেশের ওপর দিয়ে হয়তো মেঘ ও ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে।”

ডা. এনামুর রহমান বলেন বলেন, “উপকূল থেকে না সরে আসা পর্যন্ত পর্যবেক্ষণে রাখব। যদি কোনো কারণে এটা দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে আসে তবে আমরা যেন মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে পারি। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। স্বেচ্ছাসেবক ও মাঠপ্রশাসন থেকে সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। আমরা প্রতি ৪ বা ৬ ঘণ্টা পর পর মনিটরিং করবো।”