• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: জুন ১৫, ২০২১, ১২:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৫, ২০২১, ১২:৩৮ পিএম

যাত্রাবাড়ী থেকে হেফাজতের সাবেক নেতা গ্রেপ্তার

যাত্রাবাড়ী থেকে হেফাজতের সাবেক নেতা গ্রেপ্তার

ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ। 

মঙ্গলবার (১৫ জুন) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইফতেখায়রুল ইসলাম জানান, হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। সেসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি কার্যালয়ে আজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনটির নেতাদের গ্রেপ্তার বন্ধে কেন্দ্রীয় নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের ৪৬ জন নেতা-কর্মীর সম্পদের তথ্য চেয়ে সরকারের ৪টি দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।