চলতি সপ্তাহে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
জানুয়ারির শুরুতে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেয়া হয়েছে। ওই সময় তাপমাত্রা কমবে বলেও জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, চলতি মাসের একেবারে শেষদিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টি হতে পারে, এরপর কমতে শুরু করবে তাপমাত্রা।
জানুয়ারি মাসের দুই তিন তারিখের দিকেই শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে। একই সঙ্গে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।
এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়বে।
জাগরণ/এসএসকে