• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৯, ২০১৯, ০৮:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৯, ২০১৯, ০৮:১৪ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ফুটবল কন্যা মার্জিয়া-সাজেদা 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ফুটবল কন্যা মার্জিয়া-সাজেদা 
মার্জিয়া ও সাজেদাকে নিয়ে হাসপাতালে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মালা রানী সরকার

ময়মনসিংহের কলসিন্দুরের ফুটবল কন্যা মার্জিয়া আক্তার ও সাজেদা খাতুন আজ (মঙ্গলবার) সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মালা রানী সরকার দৈনিক জাগরণকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মার্জিয়া ও সাজেদা জ্বরে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি রক্ত পরীক্ষা করা হয়। সোমবার রাতে জানা যায় তারা দুইজনই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মীনারায়ণ মজুমদার মার্জিয়া-সাজেদার শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, “তাদের শরীরে ডেঙ্গু পজেটিভ রয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই। সব ধরনের পরীক্ষা-নীরিক্ষা করানো হচ্ছে। আশা করছি সেরে উঠবে।”

চিকিৎসাধীন মার্জিয়া ও সাজেদা  বলেন, গত মঙ্গলবার (২জুলাই) তারা জ্বরে আক্রান্ত হন। এর দুই দিন পরে রক্ত পরীক্ষার ব্যবস্থা করে তারা গ্রামের বাড়ি কলসিন্দুরে চলে যান। সোমবার রাতে তারা জানতে পারেন তাদের ডেঙ্গুতে আক্রান্ত হবার কথা। সকালে অটোরিকশায় করে তারা ময়মনসিংহে হাসপাতালে আসেন।এ সময় তাদের দুই ভাই ও ভাইস-প্রিন্সিপাল মালা রানী সরকার তাদের সঙ্গে ছিলেন।মালা রানী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

মার্জিয়া ও সাজেদা দুজনই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা আন্তর্জাতিক ফুটবল অনুর্ধ্ব-১৯ ও আন্তর্জাতিক নারী ফুটবল অনুর্ধ্ব-১৬ ও অন্যান্য দলে নিয়মিতই খেলে থাকেন তারা।

এমএইচএস