• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০৬:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ০৬:৪৩ পিএম

মশা মারা ওষুধ অকার্যকর নয়: সাঈদ খোকন

মশা মারা ওষুধ অকার্যকর নয়: সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন- ছবি: জাগরণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, সিটি করপোরেশনের ওষুধ অকার্যকর নয়। মশা মারার ওষুধে মশা মরছে। যারা বলেন, মশা মারার ওষুধ অকার্যকর তারা বিষয়টি সঠিক বলছেন না। মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। তিনি বলেন, আসুন সবাই মিলে নগরীর ডেঙ্গুরোধে এক হয়ে কাজ করি। নগরী আমার একার নয়, এর দায়িত্ব নগরীর সবার।

মঙ্গলবার (২৩ জুলাই) নগর ভবনে বিদ্যমান মশার ওষুধের কার্যকারিতা এবং মশক নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন ওষুধ নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, সিটি করপোরেশন মশা নিধনের জন্য দুই ধরনের ওষুধ ব্যবহার হয়। মশার ডিম, প্রজনন ক্ষেত্র এবং লার্ভা ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় ‘লার্ভিসাইড’ নামক ওষুধ। আর দ্বিতীয়টি হচ্ছে উড়ন্ত এবং অ্যাডাল্ট মশা মারার জন্য ‘অ্যাডাল্টিসাইড’ ওষুধ। 

সাঈদ খোকন বলেন, লার্ভিসাইড অত্যন্ত কার্যকর একটি ওষুধ। বর্তমানে অ্যাডাল্টিসাইড বিষয়ে প্রশ্ন উঠেছে। বেসরকারি সংস্থা আইসিডিডিআর’বি (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) এবং সিডিসিপি (রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র) যৌথভাবে মশার ওষুধ নিয়ে গবেষণা করেছে। 

আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে মশা নিধনের ওষুধের স্যাম্পল সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআর (সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠাবো। তারা পরীক্ষা-নিরীক্ষা করে যদি সঠিক বলে ব্যবহার করা হবে। এই ওষুধের আংশিক অকার্যকর হলে বা এই ঔষুধের পরিবর্তে অন্য ঔষুধ ব্যবহার করতে বললে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। সিটি করপোরেশনের ওষুধ অকার্যকর বিষয়টি সঠিক নয়। বৈঠকে এই বিষয়টি স্পষ্ট হয়েছে, বলেও উল্লেখ করেন সাঈদ খোকন। ঢাকা সিটি করপোরেশনের মশা নিধনের ওষুধ স্যাম্পল হিসেবে গ্রহণ করে গবেষণা করা হয়নি বলেও তিনি জানান। 


টিএইচ/টিএফ

আরও পড়ুন