• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৯, ২০১৯, ০৭:২৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০১৯, ০৭:৩৩ পিএম

ডেঙ্গু পরিস্থিতি

৫০ জেলায় রোগী ভর্তিতে নতুন রেকর্ড, আক্রান্ত ১০৯৬ জন

৫০ জেলায় রোগী ভর্তিতে নতুন রেকর্ড, আক্রান্ত ১০৯৬ জন
হাসপাতালগুলোতে বেড়েই চলছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা-ছবি : জাগরণ

ভয়াল আকার ধারণ করে সারাদেশে ছড়িয়ে গেছে ডেঙ্গুজ্বর। গত ২৪ ঘণ্টায় (২৮ জুলাই রাত ৮টা থেকে ২৯ জুলাই সকাল ৮টা) পর্যন্ত ঢাকাসহ দেশের ৫০টি জেলার হাসপাতালগুলোতে ১০৯৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৯ বছরের মধ্যে দেশজুড়ে ডেঙ্গুজ্বরের এমন ভয়াবহ বিস্তৃতি দেখা দিয়েছে। ২৪ ঘণ্টায় হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদফতরাধীন হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন আক্রান্ত ১০৯৬ জন নিয়ে এ বছর (২৯ জুলাই পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ১৩ হাজার ৬৩৭ জনে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৮৪৭জন।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, নতুন আক্রান্ত ১০৯৬ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৫ জন, মিটফোর্ড হাসপাতালে ১১৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ৩৪ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৪১ জন, বারডেম হাসপাতালে ২৩ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩৭ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২১ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন, পিলখানাস্থ বিজিবি হাসপাতালে ১০ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭৯ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, ওই ২৪ ঘণ্টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন, ইবনে সিনা হাসপাতালে ২৫ জন, স্কয়ার হাসপাতালে ৩০ জন, ল্যাবএইডে ৩ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৩ জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১৪ জন, ইউনাইটেড হাসপাতালে ২০ জন, খিদমা হাসপাতালে ৮ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, সালাউদ্দিন হাসপাতালে ১২ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বলে দৈনিক জাগরণকে জানান হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ও চিকিৎসক আয়েশা আক্তার।

গত ২৪ ঘণ্টাতেই ঢাকা বিভাগে (শহর ব্যতীত) ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৬জন, সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশজুড়ে (ঢাকা শহর ব্যতীত) ১ হাজার ২৮৩ জন ডেঙ্গুজ্বরে রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৫৩১ জন ঢাকার বাইরে স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত ৮ জনের মারা যাওয়ার তথ্য সরকারিভাবে বলা হলেও বিভিন্ন গণমাধ্যম নানা সূত্রের বরাত দিয়ে বলছে ২০ জন। 

আরএম/এসএমএম

আরও পড়ুন