করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতে লকডাউন করা হয় নারায়ণগঞ্জ। চলাফেরা সীমিত করা হয়। তাই অনেকে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে পালিয়ে চাঁদপুরে চলে আসে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ পালিয়ে আসাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।
প্রশাসন জানায়, চাঁদপুরের ৮ উপজেলায় ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ১৭৬ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। লকডাউন করা হয়েছে বিভিন্ন এলাকার ২৫টি বাড়ি।
করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে এক তরুণীসহ ৩ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন আরও ৬ জনের নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকা পাঠানো হয়েছে।
এসএমএম