• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২০, ০৩:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১০, ২০২০, ০৩:৩৩ পিএম

কোভিড-১৯

কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলাবাহিনী

কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলাবাহিনী
চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি ● সংগৃহীত

কোভিড-১৯ এ মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে ঢাকায় আসা-যাওয়া বন্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) জরুরি কারণ ছাড়া কাউকে রাজধানীতে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। অযথা যারা বাসা থেকে বের হচ্ছেন সেটি নিয়ন্ত্রণেও সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে জেরার মুখে ফেলা হচ্ছে। যারা কোনও কারণ ছাড়া বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

মানুষদের মাঝে সচেতনতা তৈরি করতে আজও মাঠে আছে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা। সাধারণ মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছেন তারা। যদিও বরাবরের মতো নানা অযৌক্তিক অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন নগরবাসী।

কোভিড সংক্রমণ দেখা দেয়ায় রাজধানীর অর্ধশতাধিক এলাকা লকডাউন করা হয়েছে। সে সব এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকলেও অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে বের হচ্ছেন।

এসএমএম

আরও পড়ুন