কলকাতায় আটকে পড়া ৩৮ জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন। এ নিয়ে গত ৮ দিনে ৩৯৮ জন আটকে পড়া বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।
শুক্রবার (১০ এপ্রিল) কলকাতা উপহাইকমিশনের কন্স্যুলার বশির উদ্দিন বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাদের বেশীরভাগকেই স্থানীয় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ভারত সরকরের অনুমোদন সাপেক্ষে তারা নিজ দায়িত্বে ফিরেছেন।
কলকাতা উপহাইকমিশন এ ব্যাপারে সব ধরনের সহায়তা দিয়েছে।
ফিরে যাওয়া বাংলাদেশী নাগরিকদের নিরাপদে থাকার জন্য বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে বিশেষ ব্যাবস্থায় একটি কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। ভারত থেকে যারা ফিরছেন তাদের সবাইকে এই সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেই ভিত্তিতে গত ৭ দিনের ফেরা বেশিরভাগকেই স্থানীয় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
শুক্রবার ফেরা ৩৮ জনকে বেনাপোলের কোয়ারেন্টাইনে স্থান সংকুলান না হওয়ায় যশোরের ঝিকরগাছার গাজির দরগাহ মাদ্রাসার কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে।
এসএমএম