• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২০, ০৩:১৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১১, ২০২০, ০৩:১৯ পিএম

কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

নওগাঁ, মাদারীপুর, খুলনা, লক্ষ্মীপুর,ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরে কোভিড-১৯এর উপসর্গ নিয়ে শিশুসহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তারা যে কোভিডে আক্রান্ত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

শনিবার (১১ এপ্রিল) সকালে, খুলনা মেডিকেলে আইসোলেশন ইউনিটে ৬ মাসের এক শিশুর মৃত্যু হয়। শুক্রবার (১০ এপ্রিল) রাত একটার দিকে মারা যায় শিশুটি।

চিকিৎসক জানান, শিশুটি নিউমোনিয়া উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। করোনাভাইরাস ছিল কি-না তা পরীক্ষার জন্য শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে।

লক্ষ্মীপুরের কমলনগরে শুক্রবার (১০ এপ্রিল) রাতে করোনা উপসর্গ নিয়ে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এরই মধ্যে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের ৪টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার (১০ এপ্রিল) রাতে শ্বাসকষ্ট নিয়ে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।

করোনা আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

নওগাঁর পত্মীতলা ও ব্রাহ্মণবাড়িয়ায় রাতে শ্বাসকষ্ট নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

জেডএইচ/এসএমএম

আরও পড়ুন