কোভিড-১৯ আক্রান্ত রোগীকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের এক আদেশে সংবাদকর্মীদের এ তথ্য জানান হয়েছে।
বরখাস্ত ৬ চিকিৎসক হলেন- হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. হীরম্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. ফারহানা হাসানাত, মেডিকেল অফিসার ডা. ঊর্মি পারভীন, মেডিকেল অফিসার ডা. কাওসার উল্লাহ, জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ ফজলুল হক।
৯ এপ্রিল (বৃহস্পতিবার) কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন স্বাস্থ্য অধিদফতরে পরিচালককে চিঠি দিয়ে জানান, এই ৬ চিকিৎসক কোভিড-১৯ কেন্দ্রে সেবা প্রদান করছেন না।
চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা/কর্মচারিরা পদায়ন হওয়া স্বত্তেও অনেকেই যোগদান করেন নাই বলেও চিঠিতে জানান হয়।
এর প্রেক্ষিতে শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ বেলাল হোসেনের সই আলাদা দু’টি আদেশে সংশ্লিষ্ট ৬ চিকিৎসককে বরখাস্তের কথা জানান হয়।
এসএমএম