• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২০, ০৪:০৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০২০, ০৪:০৫ পিএম

কোভিড-১৯

সেপ্টেম্বরেই আসছে টিকা, দাবি অক্সফোর্ডের বিজ্ঞানীর

সেপ্টেম্বরেই আসছে টিকা, দাবি অক্সফোর্ডের বিজ্ঞানীর
প্রতীকী ছবি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সারা গিলবার্ট দাবি করেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই কোভিড-১৯ এর  টিকা এসে যাবে। গিলবার্ট ও তার দল এরই মধ্যে টিকা আবিষ্কারের ব্যাপারে আত্মবিশ্বাসী।

গত মাসেই গিলবার্ট জানান, ২০২০ সালের শেষের দিকে তিনি করোনাভাইরাস প্রতিরোধী টিকা তৈরি করতে সক্ষম হবেন। সম্প্রতি সারা গিলবার্ট ব্রিটিশ সংবাদপত্র দি টাইমসকে জানান, এই ধরনের অন্য যে সব প্রতিষেধক নিয়ে আমরা কাজ করেছি, তার মতোই এই প্রতিষেধক কার্যকর হবে বলে আমাদের বিশ্বাস। এটা নিছক অনুমান নয়। নানা তথ্য বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি, এই প্রতিষেধক ৮০ শতাংশ সফল হবে। যদিও কোনও নতুন প্রতিষেধক কার্যকর করতে অন্তত ১৮ মাস সময় লাগে বলে মত চিকিৎসকদের একটা বড় অংশের, তবু তিনি এই ব্যাপারে নিশ্চিত, সেপ্টেম্বরের মধ্যেই এই প্রতিষেধক কার্যকর করতে সক্ষম হবেন।

একই সঙ্গে এই ভ্যাকসিনোলজিস্ট জানান, কোনও প্রতিষেধকের ব্যাপারে কখনওই পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। আগামী দুই সপ্তাহের মধ্যেই হিউম্যান ট্রায়ালের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।  ডেইলি মেইল ও আনন্দবাজার।

জেডএইচ/এসএমএম

আরও পড়ুন