করোনার উপসর্গ নিয়ে খুলনা, রংপুর, নওগাঁ ও রাঙামাটিতে ৪ জনের মৃত্যু হয়েছে।
নওগাঁর সিভিল সার্জন জানান, দুই দিন আগে ঢাকা থেকে নিজ বাড়ি ফেরেন ওই ব্যক্তি। এরপর থেকেই জ্বর-সর্দিতে ভুগছিলেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তার নমুনাও সংগ্রহ করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে মারা যান তিনি।
খুলনা মেডিকেলে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে থাকা এক যুবক মারা গেছে।
রংপুরে জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছে একজন।
আসোলেশনে থাকা আরও এক যুবক মারা গেছে রাঙামাটির বাঘাইছড়িতে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটকে লকডাউন করা হয়েছে। কোয়ারেন্টিনে আছেন ২৪ জন চিকিৎসক-নার্স।
এসএমএম