কোভিড-১৯ প্রাদুর্ভাবে সৃষ্ট সঙ্কটে বাড়িতে থেকে রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা দিতে কল সেন্টার চালু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।
মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দিতে এই উদ্যোগ নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
শুক্রবার (১৭ এপ্রিল) গণস্বাস্থ্য নগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে কল সেন্টার উদ্বোধন করেন ফিজিওথেরাপি বিভাগের প্রধান ডা. নাসিমা ইয়াসমিন (পিটি)। এ সময় তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবের মধ্যে অনেকেই হাসপাতালে আসতে পারছে না। অনেকেই বাত, ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, ফ্রাকচার পরবর্তী জটিলতা, শ্বাসকষ্টের সমস্যা, অপারেশন পরবর্তী সমস্যায় ভুগছেন। তাদের নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা জরুরি। এজন্য গণস্বাস্থ্যে প্রথমিকভাবে তিনটি কেন্দ্রে এই সেবা শুরু করেছি। পর্যায়ক্রমে এই সেবা আরও বৃদ্ধি করা হবে।
প্রাথমিকভাবে শুরু হওয়া কল সেন্টার সমূহ—
গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজ Gonoshasthaya Kendra (GK) এ ফিজিওথেরাপি চিকিৎসকদের তালিকা ও যোগাযোগ করা সব রকম তথ্য পাওয়া যাবে।
এসএমএম