• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০, ০৯:২৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২০, ০৯:২৬ পিএম

কোভিড-১৯

রেমডেসিভির ‌ওষুধে অধিকাংশ রোগীর সুস্থতা দাবি

রেমডেসিভির ‌ওষুধে অধিকাংশ রোগীর সুস্থতা দাবি

কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে নতুন একটি ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। রেমডেসিভির নামের অ্যান্টিভাইরাল ওষুধটি প্রয়োগের পর করোনা আক্রান্ত বেশিরভাগ রোগীই দ্রুত সেরে উঠছে। এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট স্ট্যাট নিউজ।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত বেশ কয়েকজনের ওপর এই ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগ করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মার্কিন সংস্থা গিলিড সায়েন্সের তৈরি অ্যান্টিভাইরালটি পরীক্ষার তৃতীয় ধাপে রয়েছে।

গবেষকদের দাবি, রেমডেসিভির দ্রুততার সঙ্গে জ্বর ও শ্বাসকষ্ট কমাতে সক্ষম। ওষুধটি প্রয়োগের পর গড়ে ৬ দিনের মধ্যে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ ওষুধ দেয়ার পরও শুধু দুজন রোগী মারা গেছেন। মূলত প্রাণঘাতী ইবোলার চিকিৎসার জন্য ওষুধটি বানানো হয়েছিলো।

গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও ওষুধটিকে বেশ সম্ভাবনাময় বলা হয়। আর এ মাসের শেষ দিকে ওষুধটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আশা করছেন গবেষকরা।

এসএমএম

আরও পড়ুন