• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২০, ০৭:৫১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৫, ২০২০, ০৭:৫১ পিএম

কোভিড-১৯

আক্রান্ত এলাকায় জনসমাগম বেশি

আক্রান্ত এলাকায় জনসমাগম বেশি
সংগৃহীত ছবি

যেসব এলাকায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত বেশি সেসব এলাকায় জনসমাগমও যেন বেশি।

সরেজমিনে দেখা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছে সাধারণ মানুষ, খোলা রয়েছে দোকানপাটও।

এটি নগরীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ও আক্রান্তের হারও অনেক বেশি। 

রাজধানীর অন্যান্য এলাকাতেও একই দৃশ্য চোখে পড়লেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে।

ভেতরে থেকে দরজা বন্ধ করে ব্যবসা চালাচ্ছেন দোকানীরা। সেনাবাহিনীর টহল দল এসে এভাবেই শাটার খুলে আইন অমান্যকারী ব্যবসায়ীদের বের করে সতর্ক করছেন।

নগরীর মোহাম্মদপুর এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত প্রায় অর্ধশত। কিন্তু কোনওভাবেই দেখে মনে হবেনা নগরীর সংক্রমিত এলাকার মধ্যে প্রথম সারিতে আছে এ এলাকা।

যতক্ষণ সেনাবাহিনী রয়েছে, ততক্ষণ সব ঠিক, তারা চলে গেলেই সেই আগের অবস্থানে ফিরছে পাড়া-মহল্লার অলি-গলি। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা ছিল সেনা সদস্যদের৷

মিরপুর মাজার রোডের দিয়াবাড়ি এলাকার পাইকারি কাঁচাবাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্থানীয় সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করতে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের। সময়টিভি।

এসএমএম

আরও পড়ুন