করোনাভাইরাস (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অনুকূলে আরও ৫২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
ভাইরাসের বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, ত্রাণকার্য পরিচালনা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ বরাদ্দ দিয়েছে।
রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ হতে জিও জারি করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোট বরাদ্দের মধ্যে ৪৯২ উপজেলা পরিষদের জন্য ২৪ কোটি ৪৫ লাখ, ৬১ জেলা পরিষদের জন্য ১৬ কোটি, ১২ সিটি করপোরেশনের জন্য ৬ কোটি ৮০ লাখ এবং ‘খ’ ও ‘গ’ শ্রেণির ১৩৮ পৌরসভার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।
এর আগে, গত ২৫ মার্চ করোনা সংক্রমণ মোকাবেলায় ১২ সিটি করপোরেশন, ৩২৮ পৌরসভা ও ৪৯২ উপজেলা পরিষদের জন্য সর্বমোট ৩৩ কোটি ২ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়।
এসএমএম