• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২০, ০৫:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২০, ০৬:০১ পিএম

করোনা উপসর্গ নিয়ে ঢাকার ভাটুলিয়ায় কিশোরের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে ঢাকার ভাটুলিয়ায় কিশোরের মৃত্যু
মরদেহ ঘিরে এলাকাবাসীদের জটলা ● জাগরণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের তুরাগ থানাধীন ৫৪ নং ওয়ার্ডের ভাটুলিয়ায় করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা গেছে, ওই ব্যক্তি ঠান্ডা জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃত ব্যক্তি করোনা আক্রান্ত হয়েই মারা গেছেন কিনা তা সুনিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

মৃতের বয়স আনুমানিক ১৬-১৮, পুরুষ। মৃতের ব্যাপারে তার পরিবার তথ্য গোপনের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।

৫৪ নং ওয়ার্ড করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনার পর পর মোঃ মিলনের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদের একদল সাহসী সদস্য পরিস্থিতি সামাল দেন। এ সময় তারা সংশ্লিষ্ট এলাকার রাস্তার দুই প্রান্ত লকডাউন করে দেন। 

তুরাগ থানা পুলিশের উপস্থিতিতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এর আগে মৃতের দেহ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় বলেও জানা যায়।

এসকে/এসএমএম

আরও পড়ুন