করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গের তালিকায় এবার নতুন ৬টি লক্ষণ যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি।
মার্কিন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, শরীরে ভাইরাস প্রবেশের ২ থেকে ১৪ দিনের মধ্যে দেখা দিতে পারে এসব উপসর্গ।
জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, ক্লান্তির মতো কিছু লক্ষণকে করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক লক্ষণ হিসেবে এতদিন ধরা হতো। এখন সিডিসি নতুন যেসব লক্ষণের কথা সিডিসি জানিয়েছে সেগুলো হলো শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া, বারবার কাঁপুনি, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, স্বাদ বা ঘ্রাণশক্তি হারানো এবং গলা ব্যথা।
আগে সিডিসির ও ডব্লিউএইচও'র ওয়েবসাইটেই উল্লেখ করা লক্ষণগুলো ছিল জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। উল্লেখ করা এই লক্ষণগুলোই সব নয় জানিয়েছে সংস্থাটি। তীব্র ও উদ্বিগ্ন হওয়ার মতো অন্যান্য লক্ষণ দেখা গেলে জরুরিভিত্তিতে চিকিৎসকের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সিডিসি।
এসএমএম