মার্কিন যুক্তরাষ্ট্রে জুন মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন ৩০০০ করে মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রাম্প সরকারের এক গোপন প্রতিবেদনকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা এই খবর দিয়েছে।
যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন গড় মৃত্যুর সংখ্যা ১,৭৫০।
ওই প্রতিবেদন অনুযায়ী, এই সংখ্যা জুন মাসে প্রায় ৭০ শতাংশ বেড়ে যাবে।
মার্কিন সরকারের ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির হিসেব অনুযায়ী, চলতি মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে প্রতিদিন দুই লক্ষ লোক করোনাভাইরাসে আক্রান্ত হবে।
এ মুহূর্তে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজার।
করোনাভাইরাসের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত হয়েছেন ১১ লক্ষ ৮০ হাজার ৩৩২ জন। বিবিসি।
এসএমএম