• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৫, ২০২০, ০৮:২২ পিএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০২০, ০৮:২২ পিএম

এক নজরে ইউরোপের কোভিড পরিস্থিতি

এক নজরে ইউরোপের কোভিড পরিস্থিতি
প্রতীকী ছবি

● স্পেনে কয়েক সপ্তাহ ধরে কঠোর লকডাউন চলার পর সরকার ধাপে ধাপে বিধি-নিষেধ শিথিল করছে। তবে সরকার চাইছে সে দেশে বলবৎ জরুরি অবস্থার মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়াতে। কিন্তু এতে রাজি নয় বিরোধীদলগুলো।

 ● ফ্রান্সে সরকারিভাবে প্রথম করোনাভাইরাস (কোভিড-১৯) ধরা পড়েছিল ২৪ জানুয়ারি। কিন্তু প্যারিসের একজন ডাক্তার এখন বলছেন, তার একজন রোগীর মধ্যে গত ডিসেম্বর মাসেই করোনাভাইরাসের লক্ষণ দেখা গিয়েছিল। ওই রোগী আমিরোশ হামারকে নিউমোনিয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মনে করা হয় করোনাভাইরাস ওই সময়টায় শুধু চীনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

● ফিনল্যান্ডে ১ জুন থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হচ্ছে। ওই সময়ে আবার চালু হবে ক্যাফে এবং রেস্তোরাঁ। ১৪ মে থেকে ফিনল্যান্ডের সীমান্তও আংশিকভাবে খুলে দেয়া হবে।

● জার্মানিতে এক গবেষণায় দেখা যাচ্ছে, সে দেশে ১৮ লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। ইউনিভার্সিটি অব বন‌ এই গবেষণাটি চালায়। বিবিসি।

এসএমএম

আরও পড়ুন