• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৭, ২০২০, ০৫:২৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৭, ২০২০, ০৫:২৭ পিএম

বাড়ছেই নির্দেশনা না মানার প্রবণতা

বাড়ছেই নির্দেশনা না মানার প্রবণতা
সংগৃহীত ছবি

দিন যতই যাচ্ছে। সারাদেশে ততই কমছে শারীরিক দূরত্ব নির্দেশনা না মানার প্রবণতা।

করোনার ছুটি আর রমজানের মধ্যে জেলা শহর ও গ্রামের সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। খুলছে দোকানপাট। সড়ক কিংবা অলিতে গলিতে বেড়ে গেছে জনসমাগম। আগের মতো নেই পুলিশি তল্লাশিও। সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের প্রবণতাও কমেছে। কেউ দৈনন্দিন কাজে; আবার খেটে-খাওয়া শ্রমজীবীরা বের হচ্ছেন রোজগারের আশায়।

অযথা বাড়ির বাইরে বেরও হচ্ছেন অনেকে।

দিন দিন করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির অবনতি হলেও রাজধানীতে বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল। অনেকটা পুরনো চেহারাতেই ফিরছে রাস্তাঘাট।

শুধুত্ গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ির চলাচল বেড়েছে।

পণ্যবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশার পাশাপাশি, ব্যক্তিগত গাড়ির উপস্থিতি অনেক বেশি। কিছু এলাকায় রীতিমতো যানজট লেগে যায়।

বাইরে বের হওয়া মানুষের মধ্যে শারীরিক দূরত্ব মেনে চলার ব্যাপারে উদাসীনতাও চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে, মাস্ক ব্যবহার নিশ্চিতের তাগিদ দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এসএমএম

আরও পড়ুন