• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ১০, ২০২০, ০৮:১৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০২০, ০৮:১৪ পিএম

কোভিডমুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন ৭২ পুলিশ সদস্য

কোভিডমুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন ৭২ পুলিশ সদস্য
সংগৃহীত ছবি

জীবনবাজি রেখে, মানুষকে সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন প্রাণঘাতি ভাইরাস করোনায়। এ যুদ্ধও জয় করে বাড়ি ফিরেছেন, অনেক পুলিশ সদস্য।

একটি কঠিন সময় পার করে করোনা জয়ের উচ্ছ্বাস শুধু একজনের নয়, ৭২ জনের। যারা সবাই নিজের জীবন বাজি রেখে সঙ্কটময় সময়ে কাজ করে যাওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তারা। ফুল আর সুস্থ হওয়ার ছাড়পত্র দিয়ে পুলিশ সদস্যদের বিদায় জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রশাসনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জানান, অনেকই রোগীদের সেবা দিয়ে গিয়ে আক্রান্ত হচ্ছেন তবে থেমে থাকছে না সেবা। এ পর্যন্ত এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৭০ জন।

তিনি জানান, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়া আরও ৩টি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে করোনা আক্রান্ত পুলিশের সদস্যদের।

দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দু’হাজারেরও বেশি পুলিশ সদস্য।

এসএমএম

আরও পড়ুন