বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সবকিছু স্থবির হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি ৩ দশমিক ২ শতাংশ সংকুচিত হয়ে আসার শঙ্কা করছে জাতিসংঘ।
বৃহস্পতিবার (১৪ মে) অর্থনীতি বিশ্লেষণের এক প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্ব সার্বিকভাবে ৮ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়বে।
বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনা প্রতিবেদনে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগ (ডিইএসএ) জানিয়েছে, ২০২০ সালের মধ্যভাগে উন্নত দেশগুলোর জিডিপি পাঁচ শতাংশ পর্যন্ত এবং উন্নয়নশীল দেশগুলোর জিডিপি ০ দশমিক ৭ শতাংশ কমে যেতে পারে।
জাতিসংঘের প্রধান অর্থনীতিবিদ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক সহকারী মহাসচিব এলিয়ট হ্যারিস বলেন, ২০২০ শুরুর পর থেকে বিশ্বের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি মারাত্মকভাবে পরিবর্তিত হয়েছে।
এসএমএম