• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২, ২০২০, ০১:২১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২, ২০২০, ০১:২১ পিএম

যুক্তরাজ্যে বসবাসের সুযোগ দেয়া হবে হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে

যুক্তরাজ্যে বসবাসের সুযোগ দেয়া হবে হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে

স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ পেতে যাচ্ছেন হংকংয়ের প্রায় ৩০ লাখ বাসিন্দা।

বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে এ আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ পাসপোর্টধারী হংকংয়ের প্রায় সাড়ে তিন লাখ বাসিন্দাসহ আরও ২৬ লাখ মানুষ পাবে এই সুবিধা।

শুরুতে ৫ বছরের জন্য ব্রিটেনে বসবাসের সুযোগ পাবে তারা। এসময় চাকরি ও পড়াশোনার অধিকারও পাবেন। এরপর করতে পারবেন নাগরিকত্বের আবেদন। হংকং নিরাপত্তা আইনের জেরে এ পদক্ষেপের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিবৃতিতে বলেন, এ আইনের মাধ্যমে লঙ্ঘন হচ্ছে অঞ্চলটির স্বায়ত্ত্বশাসনের অধিকার।

এসএমএম

আরও পড়ুন