
ডায়েটে দীর্ঘ সময় পেট খালি রাখছেন? সাবধান খালি পেটে আবার এমন কিছু খেয়ে নেবেন না, যা মারাত্মক ক্ষতি করবে। আর এর জন্য সুনির্দিষ্ট ধারণা প্রয়োজন। খালি পেটে কি খাবেন, আর কি খাবেন না। এছাড়াও পেট দীর্ঘ সময় খালি থাকলে শরীর পুষ্টি পায় না। এমনকি শরীরে মেদও বেড়ে যায়। তাই ক্ষতির কারন জেনে দূরে থাকুন এই অভ্যাস থেকে...