
কাঁচা আম খেতে কে না ভালোবাসে। ছোটবেলায় গ্রীষ্মের দুপুরে আম কুড়ানোর দিনগুলো হয়তো এখনও ভাবায়। বড় হয়েও কিন্তু কাঁচা আমের প্রতি ভালোবাসা কমেনি। এখনও কাঁচা আম ভর্তা, তরকারি, ডাল নানাভাবে খান।
অনেকে আবার বলেন, কাঁচা আম খাওয়া ভালো নয়। অথচ এর স্বাস্থ্য গুণ জানলে অবাক হবেন। কাঁচা আম খেলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। তাই ডায়েট চার্টে কাচা আম অবশ্যই রাখুন।
ডায়েটে প্রতিদিন কাঁচা আমের রাখলে কী উপকার মিলবে তা জানাব আজকের আয়োজনে।