
করোনাভাইরাস (কোভিড-১৯) এর মহামারির মধ্যে দেশে একদিনে রেকর্ড ১৫৩ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৩ জন। এর মধ্যে ঢাকাতেই রোগীর সংখ্যা ১৫০ জন।
বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকার বাইরে গাজীপুর, কুমিল্লা ও কুষ্টিয়া জেলায় একজন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৮। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জুলাই মাসে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭২৬ জন। দুই বছরের মধ্যে এ বছর রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত ১২ মাসের চেয়ে জুলাই মাসে আক্রান্ত সবচেয়ে বেশি।
ঢাকার দুই সিটি করপোরেশনে মশার লার্ভা নিধনে ২০টি ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করছে। দুই সিটিতে জরিমানা ৬০ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাগরণ/এমএ