
করোনাভাইরাস (কোভিড-১৯)—এর টিকা গ্রহণে দিন দিন বাড়ছে আগ্রহ।
শনিবার (৩১ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের টিকা কেন্দ্রগুলোতে দেখা গেছে দীর্ঘলাইন আর টিকা গ্রহীতাদের ভিড়।
সরকারি নির্দেশনা অনুযায়ী শুক্রবার বাদে প্রতিদিন সকাল আটটা থেকে শুরু হচ্ছে এই কার্যক্রম। চলে বেলা ৩টা পর্যন্ত।
শনিবার দেখা যায়, সকাল ৮ টার আগেই অনেকে নির্ধারিক টিকা কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। ভিড়ের কারণে অনেক জায়গায় মানা হচ্ছে না শারীরিক দূরত্বের বিষয়টি।
টিকা কেন্দ্রগুলোয় যারা রেজিস্ট্রেশনের পর ফিরতি এসএমএস পেয়েছেন শুধু তাদেরই টিকা দেয়া হচ্ছে। তবে রেজিষ্ট্রেশন দীর্ঘ সময় পরও এসএমএস না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে।
তারা জানান, ৭২ ঘন্টার মধ্যে এসএমএস পাওয়ার কথা থাকলেও সময় লাগছে ১০ থেকে ১৫ দিন।
রেজিষ্ট্রেশনের অতিরিক্ত চাপ থাকায় এসএমএস পাওয়ায় অনেকের দেরি হচ্ছে বলে স্বীকার করেছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ।
জাগরণ/এসএসকে