
দেশের সব ইউনিয়নে ৭ আগস্ট থেকে করোনাভাইরাস (কোভিড-১৯)—এর টিকা দেয়া হবে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ কথা বলেছেন।
শুক্রবার (৬ আগস্ট) তিনি বলেন, ৮ ও ৯ আগস্ট দেশের দুর্গম এলাকায় টিকা দেবে সরকার। ১০ থেকে ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যূতদের টিকা দেয়া হবে।
আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, ১৮ বছরের সবার জাতীয় পরিচয়পত্র না থাকায় করোনা টিকা দেয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস জানান, ইউনিয়ন পর্যাায়ে গণটিকা কার্যক্রম পর্যবেক্ষণ করার পর আবারও শুরু হবে টিকা দেয়া।
মুখ্যসচিব বলেন, সরকার প্রতিদিন ৩২ লাখ টিকা দেয়ার টার্গেট নিয়েছে। এর মধ্যে সিনোফার্মের ৩৪ লাখ টিকা কয়েক দিনের মধ্যে দেশে চলে আসবে।
এর আগে ২৭ জুলাই করোনা মোকাবিলার কৌশল নির্ধারণে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং শেষে গণটিকা দেয়া হবে বলে জানিয়েছিল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ বৈঠকেই ৭ আগস্ট থেকে দেশের সব ইউনিয়নে টিকা কেন্দ্র স্থাপন করে প্রত্যন্ত এলাকায় টিকাদান কার্যক্রম শুরু করার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাগরণ/এমএ