• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ১১:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৮, ২০২২, ১১:৫৭ পিএম

দুই-একদিনের মধ্যেই বিধিনিষেধের প্রজ্ঞাপন

দুই-একদিনের মধ্যেই বিধিনিষেধের প্রজ্ঞাপন
সংগৃহীত ছবি

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে জাতীয় কারিগরি কমিটির প্রস্তাবনা অনুযায়ী দুই-এক দিনের মধ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার।

শনিবার (৮ জানুয়ারি) মানিকগঞ্জে এক অনুষ্ঠানে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। এর ফলে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখা সহ বিভিন্ন যানবাহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশনা আসছে।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ শপিংমল গুলোতে স্বাস্থ্যবিধি মেনে না চলার বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিয়ম না মানলে দেশকে হুমকির মুখে ঠেলে দেয়া হবে।

তিনি আরও বলেন, এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে সংক্রমণের হার অতিমাত্রায় বাড়লে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। যা আগের চেয়ে ৪০০ গুন বেশি। এর ফলে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখাসহ বিভিন্ন যানবাহনে বিশেষ করে বাস, লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশনা আসছে।দুই-একদিনের মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা জেলা-উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে।

জাগরণ/এসএসকে