চলতি বছরের শুরুতে প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকায় ১১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটি রাখা হয়েছিল।
রোজা, ঈদ, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডেসহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে দীর্ঘ এ সময় ক্লাস বন্ধ রাখার কথা ছিলো। তবে সেই সিদ্ধান্ত থেকে থেকে সরে এসে বৃহস্পতিবার নতুন সিদ্ধান্ত জানালো শিক্ষা মন্ত্রণালয়।
রোজার প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। আর মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলবে রোজার প্রথম ১৫ দিন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ মার্চ থেকে রোজা শুরু হতে পারে।
রোজায় স্কুল বন্ধ রাখতে এ বছরের ছুটির তালিকায় ১০ মার্চ থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা ছিলো। আর ১১ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা ছিলো প্রাথমিক বিদ্যালয়ে।
বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রোজার প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
জাগরণ/শিক্ষা/এসএসকে