• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৮, ২০১৯, ০৩:১৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৮, ২০১৯, ০৩:১৮ পিএম

ইউরেনিয়াম ইস্যু

ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

 

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ইরানের নেয়া নতুন পদক্ষেপের পর তাদের অবশ্যই মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৭ জুলাই) ম্যারিল্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি মাত্র অজুহাতে ইরানের ধ্বংসাত্মক পরিকল্পনার জন্য তাদের মূল্য দিতে হবে। ইউরেনিয়াম মজুদ বন্ধ না করলে তাদের খুব শিগগিরই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে।’

বিশ্বের ছয় ক্ষমতাধর রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তিকে উপেক্ষা করে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধের মাত্রা অতিক্রমের পরিকল্পনা ঘোষণা করে ইরান। তেহরানের এ সিদ্ধান্তে এরই মধ্যে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্র রাষ্ট্রগুলো। এ দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অন্য এক টুইট বার্তায় তেহরানকে সতর্ক করে বলেছেন, ‘খুব শিগগিরই আরও কঠিন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা করা হবে।’ অপর দিকে তেহরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে দাবি করেছেন মার্কিন মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি দেশটির ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোর দাবিও জানিয়েছেন।

এর আগে গত রোববার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকশি বলেন, ‘তেহরান এখনো চুক্তিটিকে বাঁচিয়ে রাখতে চায়। তবে আমাদের আক্ষেপ, ইউরোপীয় দেশগুলো তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে আমাদের রক্ষায় যথাযথ ব্যবস্থা না নেয়; তাহলে প্রতি ৬০ দিন পরপর এই প্রতিশ্রুতি থেকে অল্প অল্প করে সরে আসা হবে।’

২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি কমানোর জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে বিশ্বের ক্ষমতাধর ছয় দেশের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। যেখানে শর্ত ছিল ইরান তার পরমাণু কর্মসূচি কমিয়ে আনবে, যার বিনিময়ে তাদের উপর আরোপিত সকল অবরোধ ক্রমশ তুলে নেওয়া হবে। যদিও পরবর্তীতে গত বছরের ৮ মে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে একে একটি অকার্যকর চুক্তি বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি তেহরানের তেল বিক্রিতে অতিরিক্ত নিষেধাজ্ঞাও আরোপ করেন; যা এখনও অব্যাহত আছে।

সূত্র : রয়টার্স

এসজেড

আরও পড়ুন