• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১২, ২০১৯, ০৬:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১২, ২০১৯, ০৬:৩৮ পিএম

ভারি বর্ষণ ও বন্যা

চীনে ৬১ জনের মৃত্যু, বাস্তুহারা সাড়ে তিন লাখ মানুষ

চীনে ৬১ জনের মৃত্যু, বাস্তুহারা সাড়ে তিন লাখ মানুষ
চীনে ন্যাশনাল ফুড এন্ড স্ট্রাটেজিক রিজার্ভস অ্যাডমিনিস্ট্রেশনের কর্মীদের উদ্ধার তৎপরতা

পূর্ব ও দক্ষিন চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ৬১ জনের মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া বিপদাপন্ন প্রায় সাড়ে তিন লাখ বাস্তুহারা মানুষকে বন্যাদুর্গতদের আশ্রয় কেন্দ্রে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে চীনের প্রায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

বিগত কয়েক দিনে চীনের ঝেজিয়াং ও জিয়াংজি প্রদেশ, গুয়াংজি ঝুয়াং, চংকিং মিউনিসিপ্যালিটি, সিচুয়ান  ও গুইঝো প্রদেশে ঝড় ও ভারী বৃষ্টিপাত হয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এই বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫১ শতাংশ বেশি।

প্রচণ্ড ঝড়ে ১৬শ ঘর-বাড়ি ভেঙে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ১০০ হেক্টর জমির শস্য। এই ঝড় বৃষ্টি ও বন্যার কারণে চীনের ২৬৯ কোটি ইউয়ান (প্রায় ৩৭ কোটি ৭০ লাখ ডলার) অর্থনৈতিক ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ পরিচালনার জন্য চারটি কার্যনির্বাহী দলকে এসব এলাকায় পাঠিয়েছে চীনের বন্যা নিয়ন্ত্রণ ও খরা মোকাবিলা সংক্রান্ত দপ্তর। এছাড়াও বিভিন্ন সহযোগিতার জন্য ৫০টি রাবার নৌকা মোতায়েন করেছে ন্যাশনাল ফুড এন্ড স্ট্রাটেজিক রিজার্ভস অ্যাডমিনিস্ট্রেশন।

এসকে 

আরও পড়ুন