
জম্মু-কাশ্মীর নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের। রাজ্যসভায় পাস হয়ে গেল জম্মু-কাশ্মীর সংরক্ষণ বিল (দ্বিতীয় সংশোধন)। জম্মু-কাশ্মীর ও লাদাখ এখন থেকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। তবে জম্মু-কাশ্মীরে বিধানসভা থাকছে। কিন্তু লাদাখে কোনও বিধানসভা থাকবে না। এদিন সকালে ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান বিরোধীরা।
৩৭০ ধারা রদ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘জম্মু-কাশ্মীরে অনুন্নয়নের জন্য দায়ী ৩৭০ ধারা ও ৩৫ এ। কারণ এই ধারাগুলির জন্যই রাজ্যে গণতন্ত্র কখনই প্রতিষ্ঠা করা যায়নি। রাজ্যে দুর্নীতি ক্রমশ বাড়ছিল। কোনও উন্নয়ন হয়নি’’।
জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে সংসদে বিক্ষোভ দেখালেন পিডিপির দুই সাংসদ নাজির আহমেদ ও এমএম ফায়েজ। ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব পেশের পরই প্রতিবাদে সরব হন তাঁরা। জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে ধিক্কার জানিয়েছে কংগ্রেস। ‘ঐতিহাসিক ভুল শোধরাচ্ছে মোদী সরকার’, এ ভাষাতেই টুইট করলেন বিজেপির রাজ্যবর্ধন রাঠৌর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘‘এটা সরকারের সাহসী সিদ্ধান্ত, ঐতিহাসিক’’। জম্মু-কাশ্মীর নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাল আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের তরফে বলা হয়েছে, ‘‘সরকারের এই সাহসী সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। জম্মু-কাশ্মীর-সহ দেশের স্বার্থের জন্য এটা খুবই জরুরি ছিল’’।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। টুইটারে মেহবুবা লিখেছেন, ‘‘দেশের গণতন্ত্রের জন্য আজ কালো দিন’’। পাশাপাশি পিডিপি নেত্রী লিখেছেন, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
এসজেড