• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৫, ২০১৯, ০৯:১৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০১৯, ০৯:১৪ পিএম

৩৭০ ধারা বাতিলকে ‘অশুভ’ বললেন মেহবুবা মুফতি

৩৭০ ধারা বাতিলকে ‘অশুভ’ বললেন মেহবুবা মুফতি
রোববার রাত থেকে নিজ বাড়িতে নজরবন্দি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের জন্য সরকারের নিন্দা করেছেন। সরকারের উদ্দেশ্যকে ‘অশুভ’ বলে বর্ণনা করে রোববার রাত থেকে নজরবন্দি থাকা মেহবুবা জানালেন, সরকার চায় জম্মু ও কাশ্মীরের জনতত্ত্বই বদলে দিতে। মেহবুবা জানান, ‘‘ভারতীয় গণতন্ত্রের আজ সবচেয়ে কালো দিন। ১৯৪৭ সালে ২ দেশের তত্ত্ব নাকচ করা ও ভারতের সঙ্গে থাকার জম্মু ও কাশ্মীরের নেতৃত্বে সিদ্ধান্তরই ফল এটা।”

সোমবার সংসদে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব করেন, এখন থেকে জম্মু ও কাশ্মীর আর রাজ্য থাকবে না। তাকে ‘পুনর্গঠিত' করা হবে। এই রাজ্যে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে। জম্মু ও কাশ্মীর যার আইনসভা থাকবে এবং লাদাখ যার আইনসভা থাকবে না। দু'জন লেফটেন্যান্ট গভর্নর থাকবেন। রাতে এই প্রস্তাবই পাশ হয়েছে রাজ্যসভায়।

রাজ্যের তিন মুখ্য রাজনীতিবিদ মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা এবং সাজাদ লোনকে তাদের বাড়িতে নজরবন্দি করে রাখা হয়েছে রোববার রাত থেকে। অধিক সংখ্যক মানুষের জমায়েত এবং জনসভা নিষিদ্ধ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। ত সপ্তাহ থেকেই সেখানে অতিরিক্ত আধা সেনা মোতায়েন করা হচ্ছে।

একাধিক টুইট করেছেন মেহবুবা। তিনি জানিয়েছেন, ‘‘নিশ্চিত নই কবে আমি যোগাযোগ করতে পারব। এই ভারতকেই কি আমাদের মেনে নিতে হবে?''

মোবাইল ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ রাখা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং শ্রীনগর ও এই রাজ্যের একাংশে জনসভা ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র : এনডিটিভি

এসজেড

 

 

আরও পড়ুন