
সরকারি সিদ্ধাম্তে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করা এবং লাদাখকে বিচ্ছিন্ন করে দু'টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা সম্পর্কে ব্যাখ্যা করতে জাতির উদ্দেশে বৃহস্পতিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে শেষ বার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন গত ২৭ মার্চ। সেদিন ভারতের উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র (এ-স্যাট) প্রদর্শন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে তিনি বার্তা দিয়েছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সংবিধানের ৩৭০ ধারা অনুসারে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার প্রস্তাব সমর্থন করেছিল সংসদ। একই দিনে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখ ও জম্মু কাশ্মীর সৃষ্টির প্রস্তাবেও সমর্থন জানায় সংসদ।
এছাড়া আগামী ১৫ অগস্ট দিল্লির লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে স্বাধীনতা দিবস উপলক্ষে নির্ধারিত ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এসজেড