
ইরাকের রাজধানী বাগদাদে আবারও হামলা হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাশেদ আশ-শাবি বাহিনীর কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (০৩ জানুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ১টা ১২ মিনিটের দিকে বাগদাদের উত্তরের তাজি রোডের মিলিশিয়া ক্যাম্পের কাছে এ বিমান হামলা হয়।
এর একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দিবাগর গভীর রাতে বাগদাদের বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেমানি। তবে ‘২৪ ঘণ্টার ভেতরে’ একই শহরে হওয়া আরেকটি হামলার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন এক কর্মকর্তা বলেন, এই হামলা আমেরিকা চালায়নি। অবশ্য এর আগের হামলাটি, যেটিতে সোলেমানি নিহত হয়েছেন, সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো হয়েছে নিশ্চিত করেছে পেন্টাগন।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মিলিশিয়া কাফেলার তিনটি গাড়ির মধ্যে দুইটি পুড়ে গেছে। এবং এতে ছয়জনের পোড়া মরদেহ পাওয়া যায়। পাশাপাশি হামলাটিতে আরও তিনজন আহত হয়েছেন।
ইরান সমর্থিত হাশেদ আশ-শাবি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তাজির একটি স্টেডিয়ামের কাছের মেডিক্যাল ক্যাম্পে আঘাত করা হয়েছে। তবে হামলায় দলের শীর্ষ নেতাদের কেউ নিহত হয়নি।
বিএস