• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২০, ০৩:১৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১০, ২০২০, ০৩:১৬ পিএম

কোভিড-১৯

মারা যাওয়া ৬ জনের ৩ জনই ঢাকার বাসিন্দা

মারা যাওয়া ৬ জনের ৩ জনই ঢাকার বাসিন্দা
ডা. মীরজাদী স্রেবিনা ফ্লোরা ● টিভি থেকে নেয়া

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে যে ৬ জন মারা গেছেন তাদের মধ্যে ৩ জনই ঢাকার বাসিন্দা। বাকি ৩ জনের ২ জন নারায়ণগঞ্জের ও ১ জন পটুয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন নারী।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, শনাক্তের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ জনে। এবার যারা মারা গেছেন তাদের মধ্যে ২ জনের বয়স ৩০-৪০ বছরের, ৫০-৬০ বছরের ২ জন। ৭০+ ১ জন এবং ৯০ বছরের বেশি ১ জন।

এসএমএম

আরও পড়ুন