• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২০, ০৪:১৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৪, ২০২০, ০৪:১৩ পিএম

নবজাতকের নাম রাখা হলো ‘স্যানিটাইজার’

নবজাতকের নাম রাখা হলো ‘স্যানিটাইজার’
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে করোনা আতঙ্কে অনেক বাচ্চাদের নাম ‘করোনা’, ‘কোভিড’ রাখা হয়েছে। তবে এবার এক নবজাতকের নাম রাখা হয়েছে ‘স্যানিটাইজার’। ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে জন্ম নেয়া এক বাচ্চার এ নাম রাখা হয়। দি ওয়াল।

রোববার (১২ এপ্রিল) সাহারানপুরের বিজয় বিহারের বাসিন্দা মনিকা সিং এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ছেলের জন্মের পরই মনিকার স্বামী ওমবীর সিং ঘোষণা করেন সন্তানের নাম রাখবেন ‘স্যানিটাইজার’। তার ভাষায়, সারা দেশে ত্রাস ছড়িয়েছে করোনা। এর থেকে বাঁচার উপায় খুঁজতে গেলে সবার প্রথমে আসে স্যানিটাইজারের নাম। এই স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখলেই ভাইরাসের হাত থেকে নিস্তার পাওয়া যাবে। তাই এমন গুরুত্বপূর্ণ জিনিসের নামের ছেলের নামকরণ করেছি।

ছেলের নাম ঘোষণা করতেই হেসে ওঠেন হাসপাতালের সব নার্স এবং ডাক্তাররা। পরবর্তীকালে ছেলের নাম বদল করবেন নাকি এই নামই থাকবে সে ব্যাপারে অবশ্য এখনও কিছু মনস্থির করেনি সিং পরিবার।

এসএমএম

আরও পড়ুন