ইরানে ইসলামিক রেভলিউশন গার্ড-এর অধিনায়ক মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তারা হাতে ধরা চুম্বক শক্তি চালিত একটি যন্ত্র বের করেছেন যা কেউ কোভিড-১৯ সংক্রমিত কি না তা ১০০ মিটার দূর থেকে ধরতে পারবে। সংবাদ সংস্থা তাসনিম।
সালামি জানান, এই যন্ত্রে ভাইরাসের উপস্থিতি ধরতে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়েছে। যন্ত্রের অ্যানটেনা ১০০ মিটার ব্যাসার্ধ এলাকার যে কোনও স্থান থেকে এই ভাইরাসের উপস্থিতি ধরতে পারবে এবং পাঁচ সেকেন্ডের মধ্যে সংক্রমিত এলাকা চিহ্নিত করতে পারবে।
তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা বলছে মেজর জেনারেল সালামি বলেছেন এই যন্ত্র শতকরা ৮০ ভাগ সঠিক। তবে এর পক্ষে তিনি কোনও তথ্যপ্রমাণ দেননি।
কোভিড বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ শনাক্ত করার সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা হল নাক বা গলার ভেতর থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাগারে তা পরীক্ষা করে দেখা।বিবিসি।
এসএমএম