চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সর্বসাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে চীনের উহান শহরে প্রায় হাজার খানেক রোগী যারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে চলে গেছে বলে তালিকাভুক্ত করা হয়েছিল তারা আসলে সুস্থ হয়নি।
এখন চীনের জাতীয় পরিসংখ্যানে দেশটিতে সুস্থ হওয়া রোগীর হিসাব দেখা যাচ্ছে কমে গেছে। এই সংশোধন হয়েছে চুপিসাড়ে বলছেন বিবিসি মনিটরিং বিভাগের চীনা সংবাদমাধ্যম বিষয়ে বিশ্লেষক কেরি অ্যালেন।
তিনি জানাচ্ছেন গত শুক্রবারের (১৭ এপ্রিল) পরিসংখ্যানে বলা হয়েছিল উহানে ৪৭ হাজার ৩০০ রোগী সুস্থ হয়ে গেছেন। কিন্তু ওই পরিসংখ্যান কমিয়ে দেয়া হয়েছে ৪৬ হাজার ৩৫৯ য়ে। এর ফলে চীনে সার্বিকভাবে আরোগ্য হওয়া রোগীর পরিসংখ্যানও কমে গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) উহানে স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয় আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান তারা নতুন করে পর্যালোচনা করেছে।
জানানো হয় অতিরিক্ত ১ হাজার ২৯০ জনের মৃত্যুর তথ্য। বলা হয় কিছু রোগী বাসায় মারা যাওয়ায় এবং হাসপাতালগুলো কত লোককে চিকিৎসা দিচ্ছে সেই সংক্রান্ত তথ্য দেরিতে আসায় সঠিক তথ্য কেন্দ্রীয় পরিসংখ্যানে প্রতিফলিত হয়নি।
এখন জাতীয় স্বাস্থ্য কমিশনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী অতিরিক্ত মৃত্যুর সংখ্যায় আরও ৯৪১জন যোগ হবার কথা। যারা সুস্থ হয়ে গেছে বলে ভুলভাবে রিপোর্ট করেছে উহান কর্তৃপক্ষ। বিবিসি।
এসএমএম