• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০, ১০:০৬ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০২০, ১০:০৬ এএম

যুক্তরাষ্ট্রে আশঙ্কার চেয়ে কম মৃত্যু হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আশঙ্কার চেয়ে কম মৃত্যু হবে: ট্রাম্প
প্রতীকী ছবি- জাগরণ গ্রাফিক্স

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে লক্ষাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হলেও এখন তার চেয়ে কম মানুষের মৃত্যু হবে বলে মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউসে ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ৫০ থেকে ৬০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বিষয়ে ট্রাম্প দাবি করেন সরকারের নেয়া নানা পদক্ষেপের কারণেই  মৃতের সংখ্যা কম হবে।

করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এখন আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে এখন পর্যন্ত ৪১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্ধেকেই নিউ ইয়র্কের বাসিন্দা।

হোয়াইট হাউসের ওই সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এখন ৫০ বা ৬০ হাজার মানুষের মৃত্যুর কথা শুনতে পাচ্ছি। এক জনের মৃত্যুও বেশি। আমি সব সময়ই এটা বলেছি। এক জনের মৃত্যুও অনেক বেশি, কিন্তু আমরা ৫০ বা ৬০ হাজার মৃত্যুর দিকে এগুচ্ছি। তারপরেও সেটা অনেক। আপনারা জানেন আগে এই কম সংখ্যাটিই এক লাখ বলে ধারণা করা হচ্ছিল।

ট্রাম্প বলেন, আমরা যেসব উদ্যোগ নিয়েছি তা যদি করা না হতো তাহলে আমার মনে হয় মৃতের সংখ্যা ১০ লাখ, ২০ লাখ বা তারও বেশি হতে পারতো।

জেডএইচ/এসকে

আরও পড়ুন