ভারতে রাজধানী দিল্লির কোনও কোনও এলাকায় মদের দোকান খুলে দেয়ার পর ক্রেতাদের লম্বা লাইন পড়ে গেলে পুলিশ সেগুলো আবার বন্ধ করে দিয়েছে।
দেশটিতে ২৪শে মার্চ লকডাউন ঘোষণা করা হলে মদের দোকানসহ সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
বিভিন্ন রাজ্য মদের দোকান খুলে দেয়ার জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ দিয়ে আসছিল। কেননা মদের ওপর আরোপিত কর এসব রাজ্যের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।
মদের দোকানগুলোর সামনে মানুষ বিশাল লাইন দিয়ে দাঁড়িয়েছে— এরকম ভিডিও সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।
কর্তৃপক্ষের নির্দেশ ছিল লোকজনকে অন্তত ছয় ফুট দূরে দূরে দাঁড়াতে হবে এবং যে কোনও সময়ে সর্বোচ্চ পাঁচজন দোকানের ভেতরে ঢুকতে পারবেন।
এসব নির্দেশনা ভঙ্গ করায় দোকানগুলো পুলিশ আবার বন্ধ করে দিয়েছে।
অন্যান্য রাজ্যেও মদের দোকানের সামনে ক্রেতাদের এরকম লম্বা লাইন চোখে পড়েছে। বিবিসি।
এসএমএম