• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৫, ২০২০, ০৮:১১ পিএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০২০, ০৮:১১ পিএম

কোভিড-১৯

অ্যান্টিবডি তৈরি করেছে ইসরায়েল

অ্যান্টিবডি তৈরি করেছে ইসরায়েল

করোনাভাইরাস (কোভিডি-১৯) এর অ্যান্টিবডি তৈরিতে সাফল্য পাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল৷ তাদের এ দাবি যদি সত্য হয় তাহলে করোনাভাইরাস মোকাবেলায় এখন পর্যন্ত এটি সব থেকে বড় সাফল্য বলে বিবেচিত হবে সারা পৃথিবীতে।

মঙ্গলবার (৫ মে) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট জানান, শরীরে ছড়িয়ে পড়া কোভিড-১৯ ভাইরাসকে খুঁজে বের করে পাল্টা লড়াই করার মতো প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে সফল হয়েছেন তার দেশের বিজ্ঞানীরা।

একক ক্লোন বিশিষ্ট এই অ্যান্টিবডি তৈরি করেছে ইসরায়েল ইনস্টিটিউট অব বায়োলজিকাল রিসার্চ।

করোনাভাইরাসের বাহকের শরীরে এই অ্যান্টিবডি প্রবেশ করালে, তা খুঁজে বের করে প্রতিহত করবে ভাইরাসকে।

ইসরায়েল ইনস্টিটিউট অব বায়োলজিকাল রিসার্চের ডিরেক্টর সুমেল সাপিরা জানান, এই অ্যান্টিবডি তৈরির ফর্মুলা তারা পেটেন্ট করছেন। এর পরে আন্তর্জাতিক কোনও সংস্থাকে এই অ্যন্টিবডি তৈরি করার জন্য দেয়া হবে।

পর্যন্ত ইসরায়েলে কোভিড-১৯’এ আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন আর মৃত্যু হয়েছে ২৩৫ জনের।

এসএমএম

আরও পড়ুন